ভ্যাট এবং একটি কবিতা

No vat on education private university Bangladesh

কোনো বাসে আগুন ধরে নাই – ভাঙ্গা হয় নাই গাড়ি।
সহিংসতাহীন আন্দোলনে ছিলনা বাড়াবাড়ি।
কেউ এসে দিয়ে যায়নি বিরানির কোনো প্যাকেট –
সিটি কর্পোরেশন দিয়ে যায়নি মোবাইল টয়লেট!!

ফার্মের মুরগি বলে যাদের দিকে মারা হত তীর
যৌক্তিক আন্দোলনে সফল হয়ে আজকে তারাই বীর।

ভ্যাটের শতকরায় শিখেছেন অনেক হিসাব।
মন্ত্রির মাথায়ই আসলে ছিল জ্ঞানের অভাব।

তা নাহলে দেশ করার কারিগরদের অজ্ঞ কিভাবে বলে?
শিক্ষকদের আন্দোলন ও যাবে না বিফলে।

– হাসিবুল ইসলাম 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *