সব চেয়ে বড় মানব পতাকার রেকর্ড কোন দেশের – বলতে পারেন? বাংলাদেশ? জি না। পাকিস্তানের। এই কয়েকদিন আগে রবির কর্পোরেট ভাউতা বাজির সাথে তাল মিলিয়ে আমাদের দেশের সরকার এই রেকর্ড টি করে গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এ নাম উঠায়। দুঃক্ষ জনক বেপার হলো মাত্র কয়েকদিনের মাথায় ই পাকিস্তান (গত ১৪ ই ফেব্রুয়ারি ২০১৪) এই রেকর্ড টি ভেঙ্গে ফেলে। এই ধরনের রেকর্ড এর পিছনে কি স্বার্থ থাকতে পারে আমি জানি না। কিন্তু জাতি হিসাবে দেশ প্রেম বা দেশ এর প্রতি শ্রদ্ধাবোধ প্রমান এর যে এটা কোনো ভালো পন্থা নয় তা বোধ করি আমাদের মোটা মাথার নেতানেত্রীরা বুঝে ও না বুঝার চেষ্টা করে যাচ্ছেন। এটা খুব ই স্বাভাবিক, কারণ – নিজেদের কে জাহির করতে এবং মানুষ এর চেতনা নিয়ে খেলা করতে এরা ভালো ভাবে ই জানেন। এই চেতনা ব্যবসা ই তো এই মুহুর্তে তাদের একমাত্র অবলম্বন।
৯০ কোটি টাকা ব্যায় করে সব চেয়ে বেশি সংখ্যক মানুষের একত্রে জাতীয় সংগীত গাওয়ার এই যে মহাযজ্ঞ – এটা কত টুকু যৌক্তিক তা আমার মাথায় আসে না। এটা থেকে আমাদের প্রাপ্তি ই বা কি তা ও পরিষ্কার নয়। এটা যদি আজকে আমাদের জাতির জন্য খুব গর্বের কিছু হয় তাহলে কালকে যদি আবার পাকিস্তান এর চাইতে ও বড় জমায়েত নিয়ে আমাদের রেকর্ড ভেঙ্গে দেয় তাহলে কি আমরা আবার চেতনার দিক দিয়ে পিছিয়ে যাব? সত্য কথা হলো দেশ প্রেম বা জাতিগত উদ্ত্কর্ষ প্রমান এর এটা কোনো পন্থা ই নয়। এই ৯০ কোটি টাকা দিয়ে অনেক জনকল্যাণময় কাজ করা সম্ভব। বিশেষত, এখনো যখন দেশ এর একটা বৃহদ অংশ অতি দরিদ্র – বিশাল ওই অর্থ সেই সব মানুষের দারিদ্র নির্মূল এ ব্যায় করলে সত্যিকার জয় হত। আল্লাহ এইসব মোটা মাথার চিকন বুদ্ধি ওয়ালা মানুষ গুলোকে হেদায়েত দান করুক – আমিন।